বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পুলিশ পরিচয় দিয়ে দুই বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার মো. আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কাসেমের পরিবারের সদস্য বলেন, রাত দেড়টার দিকে ১৪১৫ জনের একটি দল মাইক্রোবাসে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী পবিবারের সদস্য আবু সুফিয়ান শাওন বলেন, ঘরে আসামি আছে বলে পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে ঘরে ঢুকে। তারপর আমার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি স্বর্ণের আংটি, পাঁচ জোড়া স্বর্ণের দুল ও নির্মাণাধীনে ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা নিয়ে গেছে। একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামের ঘরে হানা দিয়ে ছয় আনা ওজনের স্বর্ণের গহনা নিয়ে গেছে ডাকাতদল। এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা কামাল আহমদ চৌধুরীর ইন্তেকাল