বোয়ালখালীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড প্রবর্তক স্কুলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বোয়ালখালী থানায় মামলা করলে পুলিশ ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করে। জাহাঙ্গীর শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহম্মদ মিস্ত্রির ছেলে।
জানা যায়, শিশুটি প্রতিদিনের মত দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়িতে বাচ্চাদের সাথে খেলতে যায়। তখন তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর দেড়টার দিকে রক্তাক্ত অবস্থায় সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। পরে ঘটনার কথা বিস্তারিতভাবে সে মাকে খোলে বলে। বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করা হলে অভিযান চালিয়ে ধর্ষক জাহাঙ্গীরকে
গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দীন সুমন বলেন, গ্রেপ্তারকৃত ধর্ষক জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘরে কেউ না থাকায় সে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।












