বোয়ালখালীতে জাল দলিল তৈরির অভিযোগে দায়েরকৃত মামলায় নবী আলম (৫০) নামের এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কধুরখীলের মৃত নুরুল আলমের ছেলে। গত সোমবার বিকেলে উপজেলার কধুরখীল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত আসামি নবী আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।