বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে।
জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
স্থানীয় এলাকাবাসী আহমদ শরীফ বলেন, গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
জসীম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। আজ (বৃহষ্পতিবার) সকালে খবর পেয়ে পুকুর থেকে জসীমের মরদেহ শনাক্ত করা হয়। মরদেহে পচন ধরে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।












