বোয়ালখালীতে দুস্থদের মাঝে উপহার বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘরবন্দি কর্মহীন ও অসহায় হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দিলেন নির্বাহী অফিসার নাজমুন নাহার।
গতকাল শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, বোয়ালখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী ও প্রচার সম্পাদক এসএম নাঈম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পৌনে ৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাতের আঁধারে ত্রাণ নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট