বোয়ালখালীতে দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (.) সংগঠনের উদ্যোগে দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। গত জানুয়ারি উপজেলার সারোয়াতলী কনজুরী খানকায়ে গাউসুল আজম দস্তগীর (.)-এ রহমাতুল্লিল আলামীন (.) এর আগমন ও ওরসে গাউসুল আজম দস্তগীর (.) মাহফিল উপলক্ষে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মোদ্দাচ্ছের। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক মো. ওয়াহিদুল আলম, মো. শহীদ, মো. আজিজ, মো. এহসান প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সহকারী সার্জন ডা. মো. ওহি উদ্দিন সুমন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আবদুল মাবুদ, ফিজিওথেরাপিস্ট ডা. নূর সৈয়দ, গাইনেকোলজিস্ট ডা. আফসানা তাসনিম, ডা. সানজিদা মোস্তারী প্রমি এবং মাুশিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে ওয়ারা কাঁকন। আয়োজকরা জানান, দুই দিনে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বই বিতরণ
পরবর্তী নিবন্ধসিএমপিতে ওপেন হাউজ ডে