বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন প্রার্থীরা। উপজেলার ৭ ইউপিতে নির্বাচনী মাঠে রয়েছে ২৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২৭২ জন সাধারণ সদস্য ও ৫৯ জন সংরক্ষিত সদস্য পদপ্রার্থী।
প্রতীক পেয়ে স্ব-স্ব এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তাদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ৭ ইউপির নির্বাচনী এলাকা। এছাড়া চরণদ্বীপ ইউপির সংরক্ষিত সদস্য পদে বেলী আকতার ও সারোয়াতলী ইউপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দিদারুল আলমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।












