বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ভিতরে চালকের লাশ

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে একটি কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মহিউদ্দিন (৪০)। গতকাল রোববার দুপুরে পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান। মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার উকিল পাড়ার মো. ইউনুসের (প্রকাশ ইনু ফকির) ছেলে।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে এসে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রবিবার (গতকাল) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি মেরে দেখলে সেখানে মহিউদ্দিনের মরদেহ দেখতে পান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টায় তার সঙ্গে শেষবার কথা হয়। এরপর তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে ফোন রিসিভ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে থাকা হেলপারকে খোঁজ নিতে পাঠায়। হেলপার মরদেহ পাওয়ার বিষয়টি ফোনে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তার মামাতো ভাই মো. জাহেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া যায়। তার ডান হাত মাথার নিচে থাকায় পচন ধরে গেছে। সম্ভবত কয়েকদিন আগে মারা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় সেনা অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট আটক
পরবর্তী নিবন্ধখোঁজ মিলছে না ডন ও সামিরার