বোয়ালখালীতে জব্বার মার্কেটে ভয়াবহ আগুন

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৪:২৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে জব্বার মার্কেটের একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলা সদরস্থ জব্বার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিয়ে বাজারের গোডাউনে আগুন লাগে বলে জানান কর্মচারীরা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ে বাজারের কর্মচারী মো. লোকমান হোসেন বলেন, গোডাউনে আগুন দেখার সাথে সাথে আমি আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিয়ে বাজারের পরিচালকদের সাথে কথা বলে জানা যায়, গোডাউনে ৫-৭ লাখ টাকার মালামাল ছিল। এখন কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব না।

পূর্ববর্তী নিবন্ধসিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থি পদযাত্রায় লাখো মানুষ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল কিশোরের