বোয়ালখালীতে রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ বসতঘর। গতকাল বুধবার ভোর ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এলকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় এ বাড়ির সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাচা মিয়ার ঘরসহ পাঁচ বসতঘর। অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
অগ্নিদুর্গত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে কনকনে ঠাণ্ডায় মানবেতর জীবন যাপন করছে।