বোয়ালখালীতে চার বেকারিকে জরিমানা একটি সিলগালা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীর বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার বেকারিকে জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় রায়খালীর ঢাকা বেকারিকে ৫ হাজার টাকা, জমাদার হাটের শাহ্‌ আমানত বেকারিকে ৫ হাজার টাকা, মৌসুমী খামারের উৎসব বেকারিকে ১০ হাজার টাকা, আমতলের দরবার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রায়খালী এলাকার বিছমিল্লাহ বেকারিকে উৎপাদন বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমসজিদ নির্মাণে অনুদান দিলেন যুবলীগ নেতা এলিট
পরবর্তী নিবন্ধঅপশক্তির বিরুদ্ধে উত্তর জেলা আওয়ামী লীগ সজাগ রয়েছে