বোয়ালখালীতে মো. ফারুক (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী আফজাল তালুকদার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মো. ফারুক একই এলাকার মো. হারুনের ছেলে। স্থানীয়রা জানান, ফারুক দিনমজুরের কাজ করতেন। স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় তার স্ত্রী নগরীতে একটি সামাজিক অনুষ্ঠানে চলে যান। রাতে বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে গামছা গলায় পেঁচানো ফারুকের ঝুলন্ত লাশ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বোয়ালখালী থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম।












