বোয়ালখালীতে ঘরে ঢুকে ২২ ভরি স্বর্ণ লুট

বোয়াললখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১:২৬ অপরাহ্ণ

বোয়ালখালীতে রাতের আঁধারে ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল নিয়ে গেছে এবং ৭০ বয়সী বৃদ্ধা মিরা দাশকে বেধড়ক মারধর করে আহত করেন ডাকাতের দল।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মাষ্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারেরর সদস্য মিরা দাশ বলেন, রাত ৩ টার দিকে আনুমানিক পনের জন ডাকাতি করতে আসে। তার মধ্যে সাতজন ঘরে ঢুকে। সবার হাতে নতুন রাম দা ছিল। আমার পরিবারে মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ, সুজন দাশ নামের ছয় ছেলে রয়েছে। তারা কেউ বাড়িতে থাকে না। আমি আমার পুত্র বধূদের নিয়ে একাই ঘরে বসবাস করি। রাতে ঘরে ডাকাত ঢুকে আমাকে মারধর করে এবং আলমিরা থেকে রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোন মোবাইলসহ দুটি মোবাইল নিয়ে যায়।

এছাড়া সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল এবং আমার (মিরা দাশের) সাত ভরি স্বর্ণ নিয়ে গেছে। স্বপন দাশের স্ত্রীর কানের দুল ও মোবাইল এবং টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমি দেখতেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম পর্বে ভোট পড়েছে ৫২ শতাংশ
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক