বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:১০ অপরাহ্ণ

বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেহেরুন্নেছা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্বশুরবাড়ির লোকজন মেহেরুন্নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় থানার দায়িত্বরত অফিসার মরদেহ নিজেদের হেফাজতে নেন। বাংলানিউজ

মৃত মেহেরুন্নেছা পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুজাত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর স্ত্রী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, “মেহেরুন্নেছা নামে এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শ্বশুর ও মামা শ্বশুর। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুরের দাবি, দরজা বন্ধ অবস্থা থেকে মেহেরুন্নেছাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে, ধারণা করছি এটি আত্মহত্যা। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে আরও ১৪ মৃত্যু