বোয়ালখালীতে গাউসিয়া কমিটির অভিষেক

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান গত ২৩ ডিসেম্বর মিরপাড়াস্থ কেন্দ্রীয় খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বোয়ালখালীর সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের মহাসচিব শাহজাদ ইবনে দিদার। কাজী এম এ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দীন সবুর। বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, শেখ মোহাম্মদ সালাউদ্দীন, মাহবুব আলম, আবুল মনসুর সওদাগর, মোহাম্মদ মোজাফফর, মোহাম্মদ আলী, ছৈয়দুল হক কোম্পানি, ফরিদুল আলম, অধ্যাপক আবুল মনছুর দৌলতি, জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী, জয়নুল আবেদীন আলকাদেরী, জাহেদুল হক তালুকদার, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী, এসএম ফখরুদ্দীন, নুরুল হক চিশতি, এসএম ফজলুল কবির, আবু ছালেহ মোহাম্মদ সাইফুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবশ্যই জেতা সম্ভব বললেন লিটন
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় খেলাঘর উত্তর জেলার সম্মেলন