বোয়ালখালীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম অভয় দেব বলে জানা গেছে। পুকুর থেকে উদ্ধার করে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়ায় এ ঘটনা ঘটে। অভয় দেব কানুনগোপাড়ার তাপস দেবের ছেলে। বাংলানিউজ
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে অভয় পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, “অভয় দেব নামের দেড় বছরের একটি শিশুকে হাসপাতালে আনা হয়। পরে সবকিছু পরীক্ষা করে দেখি শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।”