বোয়ালখালীতে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নয়ন উদ্দীন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মিলিটারী পুল সংলগ্ন এলাকার বোয়ালখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নয়ন উপজেলার শাকপুরা ৩ নম্বর ওয়ার্ড আচু মাঝির বাড়ির মো. কুদ্দুসের ছেলে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিষপানে তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ নবীন মেলার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু