বোয়ালখালী উপজেলার রায়খালী খাল থেকে হট্টু মিয়া (৩০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থনীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, নিহত শ্রমিক হট্টু মিয়া গত বৃহস্পতিবার দুপুরে খালে গোসল করতে নেমে নিখোঁজ হন বলে জানতে পেরেছি। এরপর আজ (শুক্রবার) সন্ধ্যায় তার লাশ খালে ভেসে উঠলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়। এ সময় সহকর্মীরা তার লাশটি সনাক্ত করে। তারা জানান, হট্টু মিয়া জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ডে দুদিন আগে শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। তিনি রংপুর জেলার ওসমানপুর মোল্লাপাড়ার মো. কুদ্দুছের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল করিম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।












