চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। খবর বাসসের। চট্টগ্রাম জেলা খাদ্য অফিসার নাজসুম সুলতানা সীমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো.তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান কাজল দে, আবদুল মান্নান মোনাফ, এস এম জসিম উদ্দিন, আবু তাহের, ক্যাব বোয়ালখালী শাখার সভাপতি ওবায়দুল হক হক্কানি, ব্যবসায়ী মোহাম্মদ আবছার, এস এম জিবু, মোহাম্মদ জাহিদ। প্রেস বিজ্ঞপ্তি।