বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারীসহ আহত ৭

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পৃথক জায়গায় কুকুরের কামড়ে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার উত্তর সারোয়াতলী, শাকপুরা ও পশ্চিম গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। তবে সারোয়াতলীর বিক্ষুব্ধ জনতা সেখানকার কুকুরটিকে পিটিয়ে মেরেছে।
জানা যায়, শনিবার সকাল থেকে সারোয়াতলী এলাকায় একটি কুকুর হঠাৎ পাগলামী শুরু করে সামনে যাকে পাচ্ছে তার দিকে তেড়ে যাচ্ছে। এর মধ্যে অনেককেই কামড় ও আঁচড় দিয়ে আহত করে। এদের মধ্যে স্থানীয় রাবেয়া বেগম (৬০), কুলছুমা বেগম (৫০), ছখিনা বেগম (৩৫), মো. কাশেম (৪০), মো. বাচাকে (৬৫) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে। এদিকে একইদিন অপর দুটি কুকুর শাকপুরা এলাকায় তরুণ দে (৬৫) ও পশ্চিম গোমদন্ডী এলাকায় নবী আলমকে কামড়ে আহত করেছে বলে আহতের স্বজনরা জানিয়েছেন।
অটোটেম্পু শ্রমিক
ইউনিয়নের সভা
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন পাঁচলাইশ থানার প্রতিনিধি সভা গত বৃহস্পতিবার বাদুরতলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুহাম্মদ হারুনুর রশীদ। ইউনিয়নের থানা সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলম, লোকমান, মো. ইলিয়াছ, সাইফুদ্দিন, আবদুল মোমিন, মোহাম্মদ বাবুল, প্রতীক বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ জামাল, তোফাজ্জল প্রমুখ। সভায় হারুনুর রশীদ বলেন, নগরীতে সিএনজি অটোরিকশার তুলনায় চালক সংখ্যা দ্বিগুণ। ফলে অর্ধেকের বেশী চালক কর্মহীন হয়ে পড়েছে। ২০১৩ সালে মন্ত্রণালয় ৪হাজার গাড়ীর রেজিস্ট্রেশন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। প্রেস বিজ্ঞপ্তি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীতে বসবাসকারী জনসংখ্যার তুলনায় গাড়ী খুবই নগন্য। তাই দ্রুত সময়ের মধ্যে বেকারত্ব দূরীকরণ ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক নগরীতে ৪হাজার গাড়ীর রেজিস্ট্রেশন দিলে চালকদের জন্য কিছুটা হলেও দুর্দশা লাঘব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে কী কী সামরিক ভুল করেছে রাশিয়া
পরবর্তী নিবন্ধএকুশের শিখা চিরন্তন অনুষ্ঠান