বোয়ালখালীতে কাল থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

পৌর নির্বাচন

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ২:১৫ অপরাহ্ণ

বোয়ালখালী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাল শনিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুন নাহার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বোয়ালখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা হতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা হতে সোমবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।-বাংলানিউজ

জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

গত ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও করোনার কারণে স্থগিত করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে নতুন আক্রান্ত ৪১ জন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এলো আরও সোয়া ৩ লাখ টিকা