বোয়ালখালীতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধিঃ | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ২:০৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার কানুনগোপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খঞ্জপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাটি কাটার গর্তে জমা পানিতে ডুবে চকরিয়ায় দুই শিশুকন্যার মৃত্যু