বোয়ালখালীতে অনুষ্ঠানরত এম পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পশ্চিম কধুরখীল একাদশ। গতকাল ১ মার্চ অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা টাইব্রেকারে চরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১-১ গোলে ড্র থাকে। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পশ্চিম কধুরখীল একাদশের বিদেশি খেলোয়াড় এব্রিল। এ খেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। ফাইনালের তারিখ পরবর্তিতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির মহাসচিব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।