বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় পোপাদিয়া ইউনিয়ন একাদশ ৩-০ গোলে কধুরখীল একাদশকে পরাজিত করে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় একাই দুই গোল করে বিজয়ী দলের রনি নাথ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পরে তার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সমিতির সেক্রেটারি পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউ পি চেয়ারম্যান এস এম জসিম,কধুরখীল ইউ পি চেয়ারম্যান সফিউল আলম সেফু, মিডিয়া কমিটির সদস্য সচিব সাংবাদিক সেকান্দর আলম বাবর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।