বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু কাল

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:০৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব এস. এম. শহীদুল ইসলাম। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদন্ডী বনাম চরণদ্বীপ। এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে লীগ পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব এস.এম. শহীদুল ইসলাম, যুগ্ম সচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, মিডিয়া উপ-কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর। এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব বর্ষ টি-২০ ক্রিকেটে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয়