বোয়ালখালী উপজেলা পরিষদের উপ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে ভোটের লড়াইয়ে টিকে আছেন ৩ প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ. লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা এস এম মিজানুর রহমান এবং কাজী আয়েশা ফারজানা। তাদের আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম।
তিনি আরো জানান, এ উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১ হাজার ৭২৫ জন। আগামী ১৬ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবেন ভোটারেরা।
প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম গত ২০ ডিসেম্বর মারা যান। ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।