বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৯:১৯ অপরাহ্ণ

বোয়ালখালীর গোমদণ্ডী ইউনিয়ন থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমাইয়া জান্নাত (১৮) বলে জানা গেছে।
সুমাইয়া জান্নাত পশ্চিম গোমদণ্ডী ছামাদ আলী তালুকদার বাড়ির আব্দুর রহিমের মেয়ে।
সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজ থেকে এইবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। বাংলানিউজ
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গোমদণ্ডী ফুলতলা এলাকার খুশি ম্যানসন থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ঐ শিক্ষার্থী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তিনি বলেন, “মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুড়ে গেল ছেলের ভিসার জন্য ঋণ নেয়া ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার সামগ্রী
পরবর্তী নিবন্ধজাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ব্র্যাক ব্যাংকের