বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ভেন্টিলেটর ভেঙে কক্ষে প্রবেশ করে ১টি মনিটর, ডেস্কটপের হার্ডডিস্ক এবং সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে গেছে। ওই অফিসে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা গতকাল বুধবার সকালে অফিস খোলার পর এ ঘটনা জানতে পারেন।
আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব বলেন, মঙ্গলবার বিকেলে অফিস শেষ করে কক্ষ তালাবদ্ধ করা হয়েছিল। বুধবার সকালে অফিস খুলে দেখতে পাই ভেন্টিলেটর ভাঙা এবং কাগজপত্র এলোমেলো। চোররা ১টি মনিটর, ১টি সিসিটিভি ক্যামেরার ডিভিআর এবং ডেস্কটপের হার্ডডিস্ক নিয়ে গেছে। তবে অফিসের কোনো নথি খোয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












