বোয়ালখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বোয়ালখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রত্যাশীর সিমস্‌ প্রকল্পের যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, প্রবাসীদের মেধাবী সন্তানদের পুরুস্কার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম, উপজেলার সমন্বয়কারি কৌশিক চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আলা উদ্দিন, ভাইসচেয়ারম্যান শামীম আরা বেগম, মোঃ আলী আহমদ, সাংবাদিক মোঃ মহিউদ্দিন প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, সাহেদুল হক চৌধুরী, সাংবাদিক ইয়াছিন চৌধুরীসহ প্রত্যাশীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কয়ার টেক্সটাইলসের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পরবর্তী নিবন্ধবান্দরবানের আলীকদমে ইয়াবা ও গাঁজাসহ আটক ২