বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ভস্মীভূত

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১৩ বসতঘর। গতকাল মঙ্গলবার বিকেলে শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা হাজি নুরুল হক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
জানা যায়, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে একেবারে ছাই হয়ে যায় নুরু ছফা, নুরুন্নবী, গোলাম দস্তগীর, আবদুল কাদের, মো. ওমর, নুরুল ইসলাম, আহম্মদ জালাল, শাহর বানু, মো. হোসেন, মো. হাশেম, আবুল হাশেম, মো. নাছের ও মো. সৈয়দসহ মোট ১৩ জনের বসতঘর।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বর্তমানে খোলা আকাশের নিচে থাকছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকরোনা মহামারী ২য় সিএমএসএমই ট্রেড ফেয়ার স্থগিত