বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো একটি বড় সওয়াবের কাজ, এটা অন্যতম একটি ইবাদতও বটে। রমজানে তো এর ফজিলত আরও অনেক বেশি। গতকাল শনিবার সকালে পৌর সদরস্থ সৈয়দ মোহাম্মদের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদানের সময় সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলে পৌর মেয়র জহুর। তিনি সবাইকে যে যার সাধ্য অনুযায়ী এসব দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, শাহনাজ পারভিন নিলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এ বাড়ির ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বাড়ির ওয়াসিম, মনির, নুরুল ইসলাম ও আবছারের ঘরসহ একেবারে ভস্মীভূত হয়ে যায় ৫ বসতঘর।












