দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদ এমপি গত ১৫ জুলাই বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের সর্দ্দার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের প্রত্যেক পরিবারকে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ ৭ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকার নগদ অর্থ, ২০ বান টিন এবং প্রত্যেক পরিবারকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, পিআইও মো. ঈসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।