বোয়ালখালীতে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ বসতঘর পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে বলেও জানা যায়। উপজেলার শাকপুরার ৬নং ওয়ার্ডের রসহরি মহাজন বাড়ি প্রকাশ ইউপি মেম্বার হিমেল চৌধুরী বাবুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়-বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পর্যায়ক্রমে তা ডা. বিমল কান্তি চৌধুরী, দেবাশীষ চৌধুরী, রুবেল চৌধুরী, বিপ্লব চৌধুরীর ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মীবাহিনী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে এ ৪ বসতঘরের সকল মালামাল পড়ে একেবারে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এনাম, জাকের, রাজু চৌধুরী নামের ৩ যুবক আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।