বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডের পরান বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। গত রোববার বিকালে তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত যুবদল নেতা সুরুজসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন। তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। আবু সুফিয়ান এলাকার বিত্তবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. করিম, আবুধাবী বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল, বিএনপি নেতা মো. মনা, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ, পৌরসভা যুবদল নেতা মো. সরোয়ার, মো. সিরাজ, মো. করিম, শ্রমিক দল নেতা মো. এনাম প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। প্রেস বিজ্ঞপ্তি।