বোশেখ এলো
নতুন শাড়ি পরবো,
হাতে কাচের চুরি
নূপুর পায়ে ঝুনঝুনি।
টিপটা ঠিক পরবো
মাঝখানে কপোলের
শাড়িটা এক প্যাঁচের,
খোঁপায় রজনীগন্ধার
মালা আর বাঙালির
গত হবে চৈত্রের বিদায়।
ঢাক আর ঢোলের তালে
চলবো আমরা চেনা পথে,
মিষ্টি মধুর হাওয়ায়
চড়বো দু‘জন দোলায়।
পুরনো ধুলো যাবে উড়ে
বোশেখ এলো হেসে হেসে,
নতুন সূর্যের আলোর সাথে
নবীন প্রবীণ তার মাঝে।
শিরিষ তলায় কচিকাঁচা মিলে
গান করে সবাই এক তালে
ডি সি হিলটাতেও ঠাঁই থাকে না,
তুবও নতুনের আনন্দ
প্রাণের মাটিতে বাঙালির গন্ধ।