ওগো মেয়ে, আজকে তোমার মন খারাপের দিন
মনোবীণায় বাজে না আজ তাক ধিনা ধিন ধিন।
মেঘগুলো আজ বৃষ্টি হয়ে ঝরে তোমার মনে
মেঘবালিকা সাথী হয়ে বেড়ায় তোমার সনে।
ওগো মেয়ে, আজকে তোমার মন খারাপের দিন
প্রেমাকুঞ্জে বাজে না আজ রাধা কৃষ্ণের বীণ।
মনময়ূরী হবে তুমি, মেলবে দুটো ডানা
তোমার সাথে উড়তে আমার নেইতো কোন মানা।
ওগো মেয়ে, আজকে তোমার মন খারাপের দিন
জোছনা রাতে আমার মাঝে হও যদি বিলীন,
খসে পড়া তারার পিছু ছুটতে যদি চাও
তোমার জন্য ভাসবে গাঙে ময়ূরপঙ্খি নাও।
ওগো মেয়ে, আজকে তোমার মন খারাপের দিন
বোশেখ রঙে রাঙাবো আজ দুঃখ হবে লীন।