বোলিংয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের বোলিং কোচ গিবসন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

মিরপুরে বাংলাদেশের বোলিংয়ে উন্নতির ছাপ মিলেছে বটে। তবে বোলিং কোচ ওটিস গিবসনের মতে, এখনও উন্নতির অনেক বাকি আছে বোলারদের। দিন শেষে গিবসন বললেন, বোলারদের কাছে তার চাওয়া আরও বেশি। ‘প্রথম টেস্ট শেষে আমরা অবশ্যই হতাশ ছিলাম। চার দিন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। শেষ দিনে আমরাই নিজেদের পতন ডেকে এনেছি। বিশেষ করে শৃঙ্খলার জায়গায়। এই টেস্টের আগে দুই দিনে আমরা অনেক কথা বলেছি, আরও শৃঙ্খলা যেন রাখতে পারি এবং আরও ধৈর্য যেন ধরতে পারি।’ ‘স্পিনিং উইকেট শুনলে আশা থাকে যে বল সবসময়ই টার্ন করবে। কিন্তু সেরকম কিছু হয়নি। চট্টগ্রামে কিছু বল টার্ন করেছে, সবসময় নয়। আজকেও অনেকটা একইরকম, খুব বেশি বল টার্ন করেনি।
এই উইকেটে এজন্যই অনেক শৃঙ্খলা ও ধৈর্য দরকার। আজকে আমরা কিছুটা শৃঙ্খলা দেখাতে পেরেছি। তবে এই ধরনের উইকেটে আরও অনেক বেশি শৃঙ্খলা দরকার, কারণ বোলারদের জন্য খুব বেশি কিছু এখানে নেই।’ ‘প্রথম দিন আমাদের খারাপ যায়নি। আরও দু-একটি উইকেট নিতে পারলে অবশ্যই দিনটি আমাদের হতো। তবে প্রথম দিনে বেশ ধীরগতির উইকেটে ৫ উইকেট নিতে পারা খারাপ নয়। বলা যায় দুই দলই প্রায় সমানে সমান ছিল।’

পূর্ববর্তী নিবন্ধএইচপি দলের কোচ হচ্ছেন চম্পকা রামানায়েকে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলের সেমিফাইনালে চট্টগ্রাম