বোলিংয়ে উন্নতি চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টে দারুন ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মেয়ার্স এবং বনারের ব্যাটিং ইতিহাস গড়া জয় এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। যদিও সে তুলনায় বোলিংটা ভাল হয়নি ক্যারিবীয়দের। এবার বোলিং বিভাগে উন্নতি করে ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ৩০০ রানে বেঁধে রাখার পরিকল্পনা ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পেয়েছিল ১৭১ রানের বড় লিড। পরে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মোমিনুল হকের দল। কাইল মেয়ার্সের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে সফরকারীরা বিশাল রান তাড়া করে পায় অবিশ্বাস্য এক জয়ের স্বাদ। তবে সিরিজ জিততে হলে নিজেদের আরও উন্নতির প্রয়োজন দেখছেন সিমন্স। বিশেষ করে স্পিনারদের আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করছেন তিনি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, সেই সামর্থ্য আছে তার বোলারদের। তিনি বলেন আমি মনে করি, প্রতিটি জয়ের পর দলের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন সেটা আরও ভালো করে ভাবা উচিত। একটি দল যখন হারে, তখন তারা উন্নতির চেষ্টা করে। তাই বিজয়ীদেরও একই কাজ করা উচিত। আমাদের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। বাংলাদেশকে ৪০০ রানের পরিবর্তে ৩০০ রানে বেঁধে রাখতে আমরা আরও ভালো বল করতে পারি। আমার মনে হয় না আমাদের স্পিনাররা তাদের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিক ছিল। তারা ভালো বোলিং করেছে, তবে বোলিংয়ে আমাদের উন্নতির আরও জায়গা আছে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সিরিজে ছুটি চেয়েছেন সাকিব
পরবর্তী নিবন্ধচার বছরের অজেয় ভারতকে থামাল ইংল্যান্ড