বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার আশ্বাস এমপি নজরুলের

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে বোরো মৌসুমে নির্বিঘ্নে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, স্কীম ম্যানেজার ও কৃষকদের অংশগ্রহণে মতবিনিমিয় সভা গতকাল শনিবার চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিএডিসি সেচ বিভাগ দোহাজারীর আয়োজনে এবং চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী বোরো মৌসুমে উপজেলার কোথাও যেন অনাবাদি জমি না থাকে।
সেদিকে সংশ্লিষ্ট সকলের নজর রাখতে হবে। এজন্য স্কীম ম্যানেজার কর্তৃক নির্বিঘ্নে সেচের পানি সরবরাহ করণের ব্যবস্থা গ্রহণ, পাকা ড্রেন নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল প্রকার সহযোগিতার করার আশ্বাস দেন। সভায় উপজেলার কোথাও কোথাও ১ কানি জমি সেচের বিনিময়ে কৃষকদের কাজ থেকে স্কীম ম্যানেজারা ২৫ আঁড়ি ধান নেয়ার সংবাদ পেয়ে তিনি আগামী মৌসুম থেকে ফসলের পরিবর্তে টাকা নেয়ার জন্য প্রতি কানি ১৬শ টাকা নির্ধারণ করে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৗরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, বিএডিসি সেচ বিভাগ দোহাজারীর সহকারী প্রকৌশলী হোসাইন মো. ফাহাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএডিসি সেচ বিভাগ দোহাজারীর উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
পরবর্তী নিবন্ধকৃষকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি : এম এ সালাম