বোরো চাষে নতুন জাত

মীরসরাইয়ে ভাল ফলন

মাহবুব পলাশ, মীরসরাই | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলায় এবারের বোরোর ভাল ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটে উঠেছে অবারিত হাসি। নতুন জাতের বোরোর চারা থেকে এই ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। বৃষ্টিপাত শুরু হলে ফসল নষ্ট হওয়ার আশংকায় কৃষকরা মাঠে নেমেছেন ধান কাটতে।

সরেজমিনে মীরসরাই উপজেলার কিছু এলাকায় ফসলের মাঠে ব্যস্তসমেত ধান কাটতে দেখা যাচ্ছে অনেক কৃষককে। পূর্ব কাটাছরা গ্রামের কৃষক আবুল হোসেন (৫২) বেশ কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। কেমন ফলন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গতবার আগাম ঝড় ও বৃষ্টিপাতের জন্য কিছু ক্ষেত নষ্ট হয়ে চিটা বেশি হয়েছে। এবার তাপদাহে আগাম পেকে গেছে ধান। তবে আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। এবার বাজারে ভাল দাম পেলেই পুষিয়ে যাবে লোকসান। এবারের নতুন জাতের বীজের কারণে বোরো চাষে ধানে পোকামাকড়ের সংখ্যাও কম বলে জানান কৃষকরা। পূর্ব দূর্গাপুর গ্রামের কৃষক হানিফ মিয়া (৪৮) বলেন আমার দেড় কানি জমির মধ্যে প্রায় এক কানি কেটেছি। বাজারে ভালো দাম পেলে গতবারের লোকসান ও পুষিয়ে যাবে বলে মনে করেন তিনি। মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এবার পরীক্ষিত ও ভালো জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছিল। আশা করা যাচ্ছে ফলন ও লক্ষমাত্রা সবই যথার্থ থাকবে। এবার ১৮৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে উপজেলায়। যা গত বছর থেকে ৮৫ হেক্টর বেশি। কৃষি কর্মকর্তা আরো বলেন, অতিরিক্ত তাপদাহের দরুণ এবার আগাম পেকে গেছে বোরো ধান। তাই কৃষকরা এখন থেকেই ঘরে তোলা শুরু করেছে ধান। অনেক কৃষক আবার শ্রমিক সংকটের আশংকা করলে কালবৈশাখীর পর তা কমে যাওয়ায় পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে বলে জানায় অনেক কৃষক।

পূর্ববর্তী নিবন্ধদলের স্বার্থে কাজ করার জন্য কর্মীদের প্রতি আহবান
পরবর্তী নিবন্ধপিচঢালা সড়কটি এখন ‘মেঠোপথ’