বোরকা পরে মদ পাচার, আটক ২

রাউজান প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাউজানে বোরকা পরে মদ পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার জলিলনগর সিএমপি মসজিদসংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে ওই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় এক নারীকেও আটক করা হয়েছে। পুলিশের অভিযোগ তারা দুজনই মদ পাচারে জড়িত। পুলিশ জানায়, ওই দুজন সিএনজি অটোরিকশা যোগে যাচ্ছিলেন। তাদের কাছে ৫২ লিটার মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। আটককৃতরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ মোগলটুলি এলাকার মৃত মো. শাহাজানের ছেলে মো. সাগর (২০) ও সদরঘাট থানা এলাকার নয়নের উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমামলার আরো এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতৃতীয়বারের মতো ভ্যাট মেলা, শুরু আজ