বোয়িং ৭৮৭ মডেলের সব উড়োজাহাজ পরীক্ষার নির্দেশ ভারতের

| রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭০ জনের প্রাণহানির পর বোয়িং ৭৮৭ মডেলের সব উড়োজাহাজের খুঁটিনাটি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। খবর বিডিনিউজের।

দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুক্রবার এয়ার ইনডিয়াকে জিইএনএক্স ইঞ্জিনওয়ালা বোয়িং ৭৮৭/৯ উড়োজাহাজ পরিচালনা সংক্রান্ত বাড়তি পরীক্ষানিরীক্ষার বিষয়গুলো যাচাই করে দেখতে বলেছে। উড়োজাহাজের নির্দিষ্ট উড্ডয়ন সীমা মূল্যায়ন, ইলেকট্রনিক ইঞ্জিন নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন জ্বালানি সংক্রান্ত পরীক্ষাগুলো করার নির্দেশ দিয়েছে।

শনিবার দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহান নাইডু বলেছেন, বোয়িংয়ের ৭৮৭ উড়োজাহাজগুলোতে নজরদারি বাড়াতেও আমরা নির্দেশ দিয়েছি। ভারতের বহরে বোয়িং ৭৮৭ মডেলের ৩৪টি উড়োজাহাজ রয়েছে।

তিনি বলেন, জরুরিভিত্তিতে ইতোমধ্যে আটটি উড়োজাহাজ পরীক্ষা করে দেখা হয়েছে। সবগুলোতেই পরীক্ষানিরীক্ষা চলছে। রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজগুলো পরীক্ষানিরীক্ষার সঙ্গে সরকারি কর্মকর্তারা রয়েছেন কিনা, সেটি জানাননি মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে এয়ার ইনডিয়ার বোয়িং ৭৮৭৮ ড্রিমলাইনার উড়োজাহাজ। ওই উড়োজাহাজে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন বলে ভারতের সিভিল এভিয়েশন দপ্তর জানিয়েছে। উড্ডয়নের পর এক পর্যায়ে আরও উপড়ে উঠতে ব্যর্থ হওয়ায় উড়োজাহাজটি নিচে নেমে আসে এবং বিমানবন্দরের কাছে একটি মেডিকেল হোস্টেলের উপর বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির ২৪১ যাত্রীর প্রাণহানি ছাড়াও ঘটনাস্থলে আরও অনেকে প্রাণ গেছে। সবমিলিয়ে ২৭০ জনের মৃত্যুর কথা লিখেছে রয়টার্স।

ওই উড়োজাহাজে যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। বাকি সবাই ভারতীয় নাগরিক। ফ্লাইটরেডারের তথ্যানুযায়ী, বোয়িংয়ের ৭৮৭ মডেলের ৩৩টি উড়োজাহাজ রয়েছে এয়ার ইনডিয়ার। আর প্রতিদ্বন্দ্বী বিমান পরিবহন সংস্থা ইনডিগোর হাতে রয়েছে একটি।

উড়োজাহাজগুলোর পরীক্ষানিরীক্ষার ব্যাপারে এয়ার ইনডিয়া এক বিবৃতিতে বলেছে, সরকারের পরিচালনায় তারা একবারের সুরক্ষার বিষয়টি যাচাই করে দেখেছে। পরীক্ষানিরীক্ষার কিছু বিষয়ে বেশি সময় লাগতে পারে। ফলে লম্বা দূরত্বের নির্দিষ্ট রুটে সম্ভাব্য বিলম্ব হতে পারে। অপরদিকে এয়ার ইনডিয়ার উড়োজাহাজটির দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ অনুসন্ধান করে দেখার কথা বলেছেন বিমানমন্ত্রী রাম মোহান।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার বালিতে দুই অস্ট্রেলীয় গুলিবিদ্ধ, একজন নিহত
পরবর্তী নিবন্ধদুবাইয়ের বহুতল ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড