বোয়ালখালী বৈদ্যপাড়া সর্বজনীন বোধিদ্রুম বিহার প্রাঙ্গণে পঞ্চরত্ন স্মৃতি পরিষদের এক সভা গত ৩ এপ্রিল সভাপতি দীপংকর শ্রীজ্ঞানের সভাপতিত্বে ও অলক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর জোর দেন। শুরুতে বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারের বিহারধ্যক্ষ মৈত্রীপ্রিয় থেরো মঙ্গলাচরণ করেন। বক্তব্য রাখেন ডা. শুভময় চৌধুরী, সনৎ বড়ুয়া, সেগুন মুৎসুদ্দী, শিক্ষক সুরঞ্জন বড়ুয়া টিংকু, বোধিমিত্র চৌধুরী, প্রনব চৌধুরী, পলাশ চৌধুরী, রুপক বড়ুয়া, শৈবাল বড়ুয়া লোনেট, কল্যাণ বড়ুয়া, শোভন চৌধুরী, সজল মুৎসুদ্দী, তপু বড়ুয়া, সাগর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।