বোয়ালখালী চিত্রশালা একাডেমির পুরস্কার বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। কারণ নৈতিক শিক্ষার অভাবে সন্তানদের চারিত্রিক অবক্ষয় হতে থাকে। শুধু লেখাপড়ার পিছনে না ছুটে সন্তানদের নৈতিক শিক্ষা দিলে সন্তানের ভবিষ্যত উজ্জ্বল হবে। তিনি গতকাল শনিবার চিত্রশালা একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। উপজেলা সদরস্থ বোয়ালখালী ডিজিটাল একাডেমির হলরুমে জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান একাডেমির পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শাহাদাত হোসাইন জুনাঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন এস এম মোদ্দাচ্ছের। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, আবু তৌহিদ, অধ্যক্ষ বজলুর রহমান মুরাদ, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ আবু নাঈম, আলো উদ্দীন আলো, রিমেল বড়ুয়া প্রমুখ। এতে ৪ ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশজ ফলের নাম নতুন প্রজন্মকে জানাতে হবে
পরবর্তী নিবন্ধশ্রম আদায়ের পর যথারীতি তার পাওনা পরিশোধ করা অনস্বীকার্য