বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন

চট্টগ্রাম সমিতি রিয়াদ শাখার উদ্যোগ

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদ শাখার ব্যবস্থাপনায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও রোগীর স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন অনুষ্ঠান গত ২২ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোহাং জহুরুল ইসলান। চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদ’র সভাপতি ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক আজিজুল হক সিকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং সামাজিক ও সেবামূলক সংগঠন ‘হাসি’র সহযোগিতায় বিশুদ্ধ পানির মেশিনটি স্থাপন করা হয়। উল্লখ্য সমপ্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রাম সমিতির উদ্যোগে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করা হয়। প্রধান অতিথি পৌর মেয়র বলেন, চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদ শাখা চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও সরকারিবেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে মানব কল্যান মূলক জাতীয় উদ্যোগ সর্ব মহলকে অনুপ্রাণিত করবে। তিনি সেবামূলক কাজে আমাদের প্রত্যেকের সম্পৃক্ততা প্রয়োজন বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন এস এম সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন, সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রবাসী কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান, সদস্য মো. সোবহান, দিদারুল আলম, ‘হাসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম হামিদ হোসাইন, আবুল হাসনাত মো. রাসেল, আব্দুর নুর আইয়ুব, সমাজ সেবক ইফতেখারুল ইসলাম মুন্না প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন কানুনগোপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কলিম উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধকাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ