মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী আজমিরী (র.) ও ইমাম গাজী আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা (র.) স্মরণে এক আলোচনা, মিলাদ মাহফিল ১৮ জানুয়ারি নতুন বাজার চত্বরে মাওলানা নুরুল আলম নক্সেবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআ‘ত বোয়ালখালী উত্তর কড়ল ডেঁঙ্গা পূর্ব আমুচিয়া শাখার ব্যবস্থাপনায় মাহফিলে উদ্বোধক ছিলেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার। বক্তব্য রাখেন আল্লামা ইদ্রিস আনসারী, এম সোলায়মান ফরিদ, অ্যাডভোকেট এ.ডি. এম আরুছুর রহমান আরুছ, নুরুল ইসলাম রহিমী, জামাল উদ্দীন আল কাদেরী, মহিউদ্দীন আল কাদেরী প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, দ্বীন ইসলামের পূর্ণতা ও রাসুলের (দ.) শান–আজমত প্রকাশই মিরাজের আসল রহস্য। প্রেস বিজ্ঞপ্তি।