বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাসিক সমন্বয় সভা ও ল্যাপটপ বিতরণ গত মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার সুলতানা।
ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বিশ্বের সাথে মিলিয়ে তথ্য–প্রযুক্তিতে এগিয়ে যেতে সরকার এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি সরঞ্জাম প্রদান করছে। শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার পাঠদানকে আকর্ষণীয় করে। এতে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হয়।
অনুষ্ঠানে বোয়ালখালীর ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ হস্তান্তর করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।