বোয়ালখালীতে ৩শ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ১০টি মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং ১টি অটোরিঙা জব্দ করা হয়। দেলোয়ার উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহাম্মদ নবীর ছেলে বলে জানা যায়।
গত শুক্রবার দিবাগত রাতে মধ্যম করলডেঙ্গা গুচ্ছগ্রামের পাকা রাস্তার মোড় থেকে থানার উপপরিদর্শক আবু মুসা তাকে গ্রেপ্তার করেন। থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ছয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি ডাকাতি, দুটি মারামারি ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।