বোয়ালখালীতে ২শ লিটার চোলাই মদসহ রুবেল দে (৩৮) নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৯নং ওয়ার্ডের নন্দীপাড়া হরিমোহন স্মৃতি ভবনের পাশ থেকে ২শ লিটার মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে দক্ষিণ জ্যৈষ্ঠপুরা বেনী মাধবের বাড়ীর সুনীল দে’র ছেলে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক এস.এম আবু মুসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রুবেল দে নামের একজনকে মদসহ গ্রেপ্তার করা হয়।
থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।