বোয়ালখালীতে সৈয়দুল হক খান ট্রাস্টের চক্ষু চিকিৎসা কর্মসূচি

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের উদ্যোগে গত বুধবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) ওরশ উপলক্ষ্যে এবং জন্ম দ্বিশত বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষার বোয়ালখালী উপজেলা কেন্দ্রের পুরস্কার বিতরণী এবং গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বোয়ালখালী উপজেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, ইশফার মাহতাব উল্লাহ, জহির উদ্দিন মো. বাবর এবং শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন। রক্তদান কর্মসূচীতে মোট ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, ৩০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চশমা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এবং মোট ৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এছাড়াও খতমে কোরআন, খতমে বোখারী এবং সন্ধ্যায় আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে আলোচনা পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জাম’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈনউদ্দীন আশরাফী, আহলে সুন্নাত রিসার্চ সেন্টার চট্টগ্রামের অধ্যক্ষ আল্লামা হাফেজ শফিকুল ইসলাম আল কাদেরী, আল আমিন বারিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ইসমাইল নোমানী, সোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলীসহ ওলামায়ে কেরামগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধজাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির সাফল্য